চরফ্যাশনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

চরফ্যাশন সংবাদদাতা ॥ ভোলার চরফ্যাশনে উপজেলা পর্যায়ে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি আবদুল মতিন, উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মেছপা উর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার অহিদুল ইসলাম, প্রমূখ।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াডে বিভিন্ন কলেজ এবং মাধ্যমিক স্কুল এর শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রজেক্ট নিয়ে স্টলে অংশ নিয়েছেন। বিভিন্ন সরকারি দপ্তর তাদের সেবার বিভিন্ন তথ্য স্টলে উপস্থাপন করেছে। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রম এবং সরকারি দপ্তর সেবার তথ্য স্টল পরিদর্শন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সরকারি টিবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এবং তৃতীয় স্থান অধিকার করে চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়। কলেজ পর্যায়ে প্রথম চরফ্যাশন সরকারি কলেজ, দ্বিতীয় দুলারহাট ডিগ্রী কলেজ, তৃতীয় ফাতেমা মতিন কলেজ। সরকারি অফিস পর্যায়ে প্রথম হয়েছে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়। দ্বিতীয় হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং তৃতীয় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।