সর্বশেষঃ

অগণতান্ত্রিক ও দলের গঠনতন্ত্র পরিপন্থী বললেন সদর উপজেলা বিএনপি

ভোলায় বিএনপির সকল কমিটি স্থগিত রাখার অনুরোধ জানালেন রাইসুল আলম

ভোলা জেলা বিএনপির সদ্য তিন সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত সদর উপজেলা বিএনপির পৌর ও ওয়ার্ড এবং প্রত্যেক ইউনিয়ন কমিটি সংযোজন, বিয়োজন, পূর্ণগঠন, নবগঠিত ভোলা জেলা আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। ভোলা জেলা নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন হওয়ার পর হইতে যে সকল ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে তা স্থগিত করত পূর্ব কমিটি বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কোন কমিটি গঠন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা বিএনপির সদ্য কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম। শনিবার (২৫ নভেম্বর) ভোলা জেলা বিএনপির প্যাডে আলহাজ্ব মোঃ রাইসুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানান তিনি। বিজ্ঞপ্তির বিষয়ে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম।


এদিকে ২৬শে নভেম্বর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একক স্বাক্ষরে একটি চিঠি দেখতে পাই এবং ঐ চিঠি দেখে আমরা হতবাক এবং মর্মাহত হই। আপনার এই স্বাক্ষরের চিঠি সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং দলের গঠনতন্ত্র পরিপন্থী। আপনার এই চিঠি দলের বিভাজন ছাড়া কোন সুফল বয়ে আনবে না এবং আগামী দিনের সকল আন্দোলন সংগ্রাম ক্ষতিগ্রস্ত হবে বলেও আমরা মনে করি। তাই আপনাকে সবিনয়ে অনুরোধ করছি আপনার এই ধরনের একক স্বাক্ষরের অগণতান্ত্রিক সিদ্ধান্ত থেকে সরে এসে সকল নেতাকর্মীদের সু-সংগঠিত করে আগামী দিনে দলকে শক্তিশালী করার অনুরোধ জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নিশ্চিত করেছেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।