ভোলায় স্কাউট’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় স্কাউটস’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের অবৈতনিক স্কুল মিলনায়তনে ৫০জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্কাউটের আর্টস এন্ড ডিজাইন বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় এবং জেলা স্কাউস লিডার মনিরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়ক বাংলাদেশ স্কাউটের উপপরিচালক মতুরাম চৌধুরী, ভোলা জেলা স্কাউটস এর কমিশনার আমির হোসেন। উপস্থিত ছিলেন স্কাউটস এর নাহিদ মোর্শেদা মিশু এএলটি, ভোলা জেলা স্কাউটস এর সহ-সভাপতি জাকির হোসেন, মেহেদি হাসান, কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ জেলা কাব লিডার মোঃ ছিদ্দিক লিটার। অনুষ্ঠানে ৫০ জন চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য থেকে ১০ জন কাব শিশুকে সেরা নির্বাচিত করা হয়। তাদের মধ্যে প্রথম হয়েছে কৃষ্টিনা মিত্র পায়েল, দ্বিতীয় হয়েছেন আরাধ্যা ঘোষ এবং তৃতীয় হয়েছেন অধরা ঘোষ। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীর অভিভাবকগণ উপস্থিত ছিলেন।