১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলি’র তারিখ প্রকাশ
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত স্কুল পর্যায় এবং স্কুল পর্যায়-২ এর প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৩১ ডিসেম্বর (শনিবার) কলেজ পর্যায়ের প্রিলি অনুষ্ঠিত হবে। ১২ লাখের বেশি প্রার্থীর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়ার কথা আছে। সোমবার সকালে ১৭তম শিক্ষক নিবন্ধন এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে পরীক্ষা সংক্রান্ত তথ্যের জন্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট (www.ntrca.gov.bd ও http://ntrca.teletalk.com.bd) ভিজিট করার পরামর্শ দিয়েছে এনটিআরসিএ। প্রসঙ্গত, ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে বছর ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা ভাইরাস সংক্রমণ রোধে উভয় পরীক্ষাই স্থগিত করা হয়েছিলো।