ভোলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন এই স্লোগানে ভোলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় ভোলা ডায়াবেটিস সমিতির উদ্যোগে এই আলোচনা সভা ও র্যালীর মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে ভোলা ডায়াবেটিস হাসপাতাল থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিস হাসপাতালে শেষ হয়। র্যালী শেষে ডায়াবেটিস দিবস উপলক্ষে ভোলা জেলা ডায়াবেটিস সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া মোঃ ইউনুস, কোষাধ্যক্ষ সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সালেহ উদ্দিন, ডাক্তার জিন্নাতুন নেসা, ভোলা ডায়াগনস্টিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আবু মিয়া প্রমুখ।