ভোলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা

ভোলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয়ে সভা অনুষ্ঠিত হযেছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১.০০ টার সময় ভোলা সদর উপজেলা পরিষদের হলরুমে শিক্ষকদের নিয়ে এই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী- চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, ভোলা পিটি আইর সুপারিনটেনডেন্ট শিরিন শবনম, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষকগন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ দ্বয় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামুল বক্তব্য দিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।