সর্বশেষঃ

উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার : এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলেই যেকোনো দুর্যোগে দেশের মানুষ নিরাপদে থাকতে পারছে। বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবিলায় বিশ্ব দরবারে রোল মডেল। রোববার রাতে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করেছেন। বর্তমানে তাঁরই কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে দেশে উন্নয়নের মহাযজ্ঞ চালাচ্ছেন। লালমোহন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।