ভোলায় জাল টাকাসহ যুবক আটক

ভোলায় জাল টাকাসহ মোঃ ইউসুফ (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। ১০ নভেম্বর বৃহস্পতিবার রাতে র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন থেকে আটক করা হয়। আটককৃত ইউসুফ চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া ৪নং ওয়ার্ডের আব্দুল হক এর ছেলে। এ সময় তার কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
এ সময় র্যাব-৮ এর উপস্থিতি টের পেয়ে জাকির (২৫), খোকন (৩০) নামের অপর দু’জন তার সহযোগী পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায়নে আইনের ২৫-ক ধারায় ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।