লালমোহনে কবিগানের আসর

ভোলার লালমোহনে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবিগানের আসর। উপজেলার পশ্চিম চরউমেদ ইউপির পাঙ্গাশিয়া গ্রামের শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দিরের আয়োজনে বিগত বিগত ৪১ বছর ধরে চলে আসছে এ কবিগানের আসর। রাস পূর্ণিমা উপলক্ষে গত বুধবার (৯ নভেম্বর) থেকে শুরু হয় এ কবিগানের আসর। যা চলবে শুক্রবার পর্যন্ত।
৩ দিন ব্যাপী এ আয়োজনের মধ্যে থাকছে কবি গান, আরোতি ও শ্রীমতভগবতপাঠসহ নানা আয়োজন। এছাড়াও ভক্তদের জন্য রয়েছে ২ বেলা প্রসাদের ব্যবস্থা। এ বছরের কবিগগানে অংশ নিয়েছেন কলকাতা থেকে আগত শিল্পী নরেশ সরকার ও উত্তম অধিকারি। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলছে এ আসর।
আয়োজকরা জানিয়েছেন, নতুন প্রজন্মের সাথে ঐতিহ্যবাহী কবিগানের পরিচয় করিয়ে দিতে পূর্ব পুরুষের রীতি অনুযায়ী প্রতিবছর এ আসরের আয়োজন করা হচ্ছে। এ আসরে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী অংশ নিয়েছেন। কবি গানের এ আসরকে কেন্দ্র করে বসেছে ছোট ছোট গ্রামীন মেলা। সেখানেও ভীড় জমছে।
উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দিরে গিয়ে দেখা যায়, ঢোল, বাঁশি, কাসা ও বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে জমে উঠেছে কবিগান।
এ ব্যাপারে আয়োজক কমিটির সভাপতি ব্রঞ্জকিশোর অধিকারি বলেন, ৪১ বছরে ধরে আমরা এ মন্দিরে কবিগানের আয়োজন করছি। নিজেদের অর্থায়নেই চলে আসছে এ কবিগানের আসর। সরকারিভাবে এর জন্য বরাদ্দ দিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ কবিগানের আসর টিকিয়ে রাখা সম্ভব হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।