ভোলায় ৮৮ প্যানেলের আয়োজনে অসহায় বন্ধুকে সহায়তা প্রদান
বাংলাদেশ ৮৮ প্যানেল চ্যারিটি ফোরামের চলমান বন্ধু সাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ভোলা জেলা প্যানেলের মাধ্যমে একজন বন্ধুকে সবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে বাংলাদেশ ৮৮ প্যানেল ভোলা জেলা শাখার অস্থায়ী কার্যালয় উকিলপাড়ায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্ধু মোঃ আবুল কাশেমকে সাবলম্বী করণের লক্ষে তার হাতে নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় বন্ধুদের মধ্যে বাংলাদেশ ৮৮ প্যানেল ভোলা জেলা শাখার কো-অর্ডিনেটর চন্দ্র শেখর ব্রক্ষ্মচারী, বিল্লাল হোসেন, আঃ মতিন, হিমাদ্রী শংকর দে, কামাল উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, মোঃ সাইফুল ইসলাম বাপ্পী, কামাল হোসেন, সুফিয়া আক্তার (পিনু), মাহবুব আহসান, শিমুল চৌধুরী, শামসুল আলম, আনোয়ার হোসেন, রিয়াজ, ক্ষনা, জুঁই, মনির হোসেন, মুক্তি প্রমূখ।