বোরহানউদ্দিনে ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাদরাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক প্রণয়ন সহ মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ঘোষিত দেশ ব্যাপী আগামী ১৪ নভেম্বর মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলার ফুড পার্কে ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও করিমজান মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে কর্মসূচী বাস্তবায়ন ও সংগঠনের কর্যক্রম নিয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।
এ সময় বক্তব্য রাখেন ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সিনিয়র সহ-সভাপতি ও বোরহানউদ্দিন উপজেলা সভাপতি এবং বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী, জেলা জমিয়াতুল মোদাররেছীনের সহ সভাপতি ও লালমোহন উপজেলা সভাপতি এবং লালমোহন কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসেন, জেলা জমিয়াতুল মোদাররেছীনের সহ সভাপতি ও দৌলৎখান উপজেলা সভাপতি এবং দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুস সামাদ। ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। জেলা জমিয়াতুল মোদাররেছীনের প্রচার সম্পাদক ও রমাগন্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন। লালমোহন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সম্পাদক ও চতলা হাশেমিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুজাফর মোঃ মাঈনুদ্দীন। বোরহানউদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের যুগ্ম সম্পাদক ও জয়া মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল গনী। চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সিনিয়র সহ-সভাপতি ও চরমাদ্রাজ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন হুমায়ুন সরমান। তজুমুদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সম্পাদক ও পূর্বগোলকপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আইয়ুব আলী।
গভায় আগামী ১৪ নভেম্বর সকাল ১১টায় ভোলা সদরের কে-জাহান শপিং মার্কেটের সামনে জেলা জমিয়াতুল মোদাররেছীনের মানববন্ধন কর্মসূচি এবং জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়। সভায় জেলা জমিয়াতুল মোদাররেছীনের সন্মানিত দায়িত্বশীল ও জেলার সকল উপজেলার সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।