ভোলার মেঘনায় ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ নৌকা ও জাল জব্দ

ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুইটি মাছ ধরার নৌকা ও অবৈধ নিষিদ্ধ ১টি পাই জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জব্দ করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের তুলাতলী এলাকার মেঘনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইটি মাছ ধরার নৌকা ও অবৈধ নিষিদ্ধ ১টি পাই জাল জব্দ করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত দুইটি মাছ ধরার ট্রলার নিলামে বিক্রি করা হয়েছে এবং ও জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। ভোলার নদ-নদীতে অবৈধ নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য বিভাগের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ মৎস্য কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।