বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ভোলায় ট্রলি চাঁপায় নারীর মৃত্যু
ভোলায় ট্রলির চাপায় অজুফা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই নারী ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহিম শিকদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে অজুফা বেগম বাড়ি থেকে অটোরিকশায় ভোলা শহরে যাচ্ছিলেন। অটোরিকশাটি ভেদুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি ধাক্কা দেয়। এ সময় অজুফা বেগম অটোরিকশা থেকে পড়ে ট্রলির চাপায় ঘটনাস্থলেই মারা যান।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রলির চালককে আটকের চেষ্টা চলছে।