বোরহানউদ্দিনে বিনামূল্যে দিনব্যাপি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে বিনা মূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের সমৃদ্ধি সাস্থ্য সেবা কর্মসুচির আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ ক্যাম্পের আয়োজন করে। সোমবার সকালে গঙ্গাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে চক্ষু ক্যাম্পে রোগি দেখেন বরিশাল ইসপাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডাঃ মোঃ জান্নাতুল নাইম সিয়াম।
সহযোগি হিসেবে আরো উপস্থিত ছিলেন ক্যাম্প অর্গানাইজার কাজি মিজানুর রহমান, রিফ্রেকশনিস্ট শামিমা ফেরদৌস, এ্যাসিস্ট্যান্ড অপথ্যারমিকস পার্সোন তানিয়া ইসলাম ও সেবীকা লতিকা হালদার। সংস্থার পক্ষে ছিলেন সহকারী পরিচালক মোঃ আবু বকর, সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী মোঃ আবদুল জব্বার ও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কমল মজুমদার। চক্ষু ক্যাম্পে দুশতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয় এবং বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ৪০জন রোগিকে বাছাই করা হয়েছে। প্রত্যেককে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।