ভোলায় পুস্টি নিরাপত্তায় মডেল গ্রাম গড়তে কৃষকদের প্রশিক্ষণ ও চারা বিতরণ
বোরহানউদ্দিনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত শান্তি-শৃঙ্খলা-সর্বত্র’ এ শ্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় থানা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা মুন্নী ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় আলী আজম মুকুল বলেন, পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কমিটির কর্মকা-কে আরো জোরদার করতে হবে। বোরহানউদ্দিন উপজেলায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে এবং আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র, রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক দিন ইসলাম রুবেল উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীগণ।