মরণ থাবা
জাহীদ হোসেন
অসংখ্য সুখের সামগ্রী হাতের সীমানায়
নারী-বাড়ি-গাড়ি কতো ভোগের আকুলতায়,
তবুও শুধু চাই, আরও চাই দু’হাত ভরে
হৃদয় তোমার আজও হাহাকার করে।
চাওয়া-পাওয়ার হিসেব-নিকেশ কড়ায়-গন্ডায়
ওরা আসবে শীঘ্র, হাতকড়া পরাবে তোমায়।
যারা শুধু কাজ করে দু’বেলা খাওয়ার আশায়
একথালা ভাতে কী প্রশান্তি ওরা পায়!
মাথা থেকে ঘাম ঝরে গায়, মাটিতে গড়িয়ে যায়
টিকে থাকার কী নির্মম অভিশাপ,
নেই কোনো অভিযোগ-অনুযোগ
এভাবেই দিন গড়িয়ে যায়।
ওরা একদিন ভাতের থালা ছুঁড়বে শূন্যে
ওরা একদিন হিসাব মিলাবে পাপ-পূন্যে,
মাটি আঁকড়ে থাকা উন্মুক্ত আকাশের নীচে
ওরা হারিয়ে যাওয়ার আগে, ঠিক আগে
মরণ কামড় দিবে ঐ রক্তচোষার গায়,
আর ছিন্নভিন্ন করে দিবে মরণ থাবায়!