সর্বশেষঃ

ভোলায় ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালিত

ভোলায় আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের দুই দশক পূর্তি এবং আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চর পোটকা গ্রামে উক্ত কর্মসূচির সদস্যদের সম্পদ পরিদর্শন করেন ও সদস্যদের সাথে মতবিনিময় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকার। এ সময় তিনি সদস্যদের বলেন, ব্র্যাক প্রদত্ত সম্পদ যথাযথভাবে কাজে লাগিয়ে পারিবারিক অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। এছাড়াও তিনি বাল্য বিয়ে, যৌতুক, স্বাস্থ্য সচেতনতা নিয়েও কথা বলেন এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে সদস্যদের অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, ব্র্যাকের জোনাল ম্যানেজার মোঃ খাইরুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ হাফিজুর রহমানসহ সরকারী-বেসরকারী অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে কর্মসূচির সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয় এবং অংশগ্রহনকারী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ইউএনও মহোদয় এ কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।