জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদকের মুক্তির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভোলা জেলার সাধারণ সম্পাদক খন্দকার মোঃ আলামিন এর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির নেতা-কর্মীরা। সোমবার সকাল ১১টায় ভোলা মাহজনপট্টি জেলা বিএনপির কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ভোলা জেলা বিএনপি কার্যালয়ে এসে সমাবেশে করেন বিএনপির নেতা-কর্মীরা।
এসময় বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সহ স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। মুক্তি দাবিতে স্লোগানের মুখরিত ছিল বিএনপি চত্বও এবং বক্তব্য বলেন অতিশিগ্রই বন্ধী নেতা কর্মীর মুক্তি না দিলে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, খন্দকার আল-আমিন রোববার সকালে ভোলার অতিরিক্ত জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক তারিক হোসেন আসামি খন্দকার আল-আমিনের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।