স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে “তনু উল্লাহ মাল ফাউন্ডেশন”
‘তনু উল্লাহ মাল ফাউন্ডেশন’ ভোলার একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২২ সালের প্রথমদিকে প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম। স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরন, অসহায়, দারিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী। এসব নিয়ে কাজ করে যাচ্ছে “তনু উল্লাহ মাল ফাউন্ডেশন” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।
“তনু উল্লাহ মাল ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি মো. লোকমান মাল, সাধারণ সম্পাদক মোঃ নিরব মাল জানান, “তনু উল্লা মাল ফাউন্ডেশন” একটি শিক্ষামূলক সংগঠন। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়।