বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
লালমোহনে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার
ভোলার লালমোহনে ৩ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলামিন (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ। বুধবার রাতে লালমোহন থানার এএসআই আল-আমীন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আলামিন ওই এলাকার শাহাজাহান মাস্টারের ছেলে।
এএসআই আল-আমীন জানান, আসামী দীর্ঘদিন যাবত পলাতক ছিল। সে তিনটি বিয়ে করেছে এবং ১মও ২য় স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক মামলা করে। যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ছিল সে। বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।