ভোলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপিত

‘ম্লান করলে রাতের আলো, পাখিরা থাকবে আরো ভাল’ এ প্রতিপাদ্য নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোলায় উদযাপন করা হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস। এ উপলক্ষে বুধবার ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকুরী মুকরীতে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন বিভাগের টেকসই বন ও জীবিকা (সুফল) এর উপ-প্রকল্প পরিচালক ডাঃ মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন কুকরী মুকরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খোকন হাওলাদার। অনুষ্ঠানে বক্তারা পরিযায়ী পাখির গুরুত্ব, সংরক্ষণের প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন। বন বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। পরে চর কুকুরী মুকরীর বাজারসহ বিভিন্ন স্থানে পরিযায়ী পাখির গুরুত্ব এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পাখি শিকার দন্ডনীয় অপরাধ এর লিফলেট বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।