সর্বশেষঃ

ভোলার পশ্চিম ইলিশায় এলাকাবাসীর প্রতিবাদ সভা

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় নিন্দা ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। আজ সোমবার সকালে ভোলা – বরিশাল সড়কের হাওলাদার বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে প্রধান অতিথি মাওলানা আঃরব দরবেশ সহ স্থানীয় আলেমরা বক্তব্য রাখেন । বক্তারা বলেন, পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা আলি লাঠের ছেলে সুজন লাঠ ইসলাম ধর্মের বিধি বিধান উপেক্ষা করে একই বাবার দুই মেয়েকে বিয়ে করে সংসার করছেন। যাহা ধর্মীয় বিধান পরিপন্থী। উল্লেখ্য, স্থানীয় রতন বেপারির প্রথম কন্যা সাজেদার সাথে শরিয়ত মতে ঐ এলাকার আলি লাঠের পুত্র সুজন লাঠের বিবাহ সম্পর্ন হয়। তাদের ঔরস জাত দুটি সন্তানও রয়েছে । এদিকে রতন বেপারির দ্বিতীয় কন্যা হাসনুরের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরেন দুলাভাই সুজন লাট। এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক রুপ নেয় দৈহিক সম্পর্কে । সমাজে বিষয়টি যানা যানি হলে সাজেদাকে(১ম শ্ত্রী) নিয়ে সংসার চলমান অবস্থায় তারই আপন ছোটবোন হাসনুরকে নিয়ে পালিয়ে বিয়ে করেন সুজন লাঠ । বিবাহের বিষয়টি স্থানীয় আলেম সমাজ জানতে চাইলে সুজন তার শালি হাসনুর (২য় স্ত্রী) কে তালাক দিবেন বলে জানিয়ে ধর্মিয় নিয়মকানুন যানতে আঃরব দরবেশ হুজুরকে বলেন । হুজুরের নির্দেশ মতে হাসনুরকে তালাক দিবেন বলে স্বীকার করেন সুজন লাঠ । ধর্মীয় সমাজে আঘাত না আসার জন্য বিষয়টি গোপনীয় ভাবে সেরে নিবার কথা সুজন আঃরব হুজুরকে বলেছিলেন। কিন্তু দির্ঘদিন হলেও আপন দুইবোনকে নিয়ে সংসার চলমান থাকাকে ধর্মিয় অবমাননার শামিল হওয়ার প্রতিবাদ করেন এলাকাবাসী । প্রতিবাদ সভায় বক্তারা আরও জানায় সুজন লাঠ এলাকায় ধর্মিয় বিষয়ে অবমাননা করা সহ মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে । আমরা এহেন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এসময় বক্তারা দাবি তুলে বলেন আগামী চার দিনের মধ্যে সুজন লাঠকে আইনের আওতায় আনা না হলে শুক্রবার বাদ জুম্মা পশ্চিম ইলিশার প্রতি মসজিদের ইমাম মুসুল্লিদের সমন্বয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে । এ বিষয়ে ভোলা সদর সার্কেল এসপি ফরহাদ সর্দার বলেন ধর্মীয় বিধান মতে বিষয়টি শরিয়াহ সমর্থন না করলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি বা কোন শ্ত্রীর অভিযোগ পেলে প্রচলিত আইনে ব্যাবস্থা নেয়া হবে। তবে আমি এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলেছি বলেও জানান এই কর্মকর্তা

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।