সর্বশেষঃ

আওয়ামী লীগ নেতা বাবুল মোল্লার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লা। ফাইল ছবি।

আজ সোমবার (১০ অক্টোবর) আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার ২৬তম মৃত্যুবার্ষিকী।

ওবায়দুল হক বাবুল মোল্লা ছিলেন ভোলা মহকুমা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ভোলা পৌরসভার প্রথম মুসলিম চেয়ারম্যান মরহুম সোলায়মান মোল্লার জেষ্ঠ্য পুত্র। এছাড়াও তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৯৬ সালের জাতীয় সংসদ উপ-নির্বাচনে ভোলা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

১৯৯৬ সালের ১০ অক্টোবর তিনি ঢাকা মিরপুর অনিক প্লাজার সামনে আততায়ীর গুলিতে নিহত হন। কিন্তু দীর্ঘ ২৬ বছরেও আওয়ামী লীগ নেতা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার সেই নির্মম হত্যাকাণ্ডের বিচার হয়নি। আজও সেই বিচারের বাণী যেনো নিভৃতে কাঁদে।

দিনটি উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা জানান, দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (১০ অক্টোবর) সকাল ১১টায় শহরের কালিনাথ রায়ের বাজারস্থ মোল্লাপট্টির মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল এ ভোলা জেলা আওয়ামী লীগের সর্বোস্তরের নেতা কর্মী ও সর্বসাধারণ অংশগ্রহণ করবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।