তোফায়েল আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর

গত রবিবার (০২ অক্টোবর – ২০২২) ভোলা সদরের পরানগঞ্জ বাজারে এক সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন – এই ভোলায় কত শান্তিতে আছে বিএনপি। বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর যখন আমাকে কোন কাজের জন্য ফোন করে আমি তখন সেই কাজটা করে দেই। সোমবার (০৩ অক্টোবর – ২০২২) এক প্রেস বিজ্ঞপ্তিতে ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, আমি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা জনাব তোফায়েল আহমেদের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমি কখনো জনাব তোফায়েল আহমেদকে রাজনৈতিক বা ব্যক্তিগত কোন কাজের জন্য ফোন দিয়ে সুপারিশ করি নি। আমার রাজনৈতিক আদর্শের সাথে ওনার রাজনৈতিক আদর্শের কখনো মিল ছিল না এবং হবে না। আমি কখনো আতাতের রাজনীতিতে বিশ্বাসী নই। তাই জনাব তোফায়েল আহমেদের কাছে কোন বিষয় নিয়ে যাওয়ার এবং সুযোগ – সুবিধা নেওয়ার প্রশ্নই আসে না। যতদিন বেঁচে আছি বিএনপির রাজনীতির সাথেই থাকবো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল থেকে রাজনীতি করব।

ইতিপূর্বেও এক বক্তব্যে জনাব তোফায়েল আহমেদ বলেছেন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ইটের আঘাতে মৃত্যু হয়েছে। সেটা নিয়েও ভোলার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওনার মতো নেতার মুখে এ ধরনের বক্তব্যে ভোলাবাসী মর্মাহত হয়েছে বলে আলহাজ্ব গোলাম নবী আলমগীর প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

আলহাজ্ব গোলাম নবী আলমগীর
সভাপতি
ভোলা জেলা বিএনপি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।