ভোলায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, জেলে নিখোঁজ

ফাইল ছবি:

ভোলার রাজাপুরে মেঘনা নদীর মোহনায় মাসকাটা নদে লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবে এক জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজাপুর ইউনিয়নের বাকের মৃধার মাছঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিখোঁজ জেলে ওই এলাকার আজিজ জমাদারের ছেলে কামাল। এ ছাড়া আহত হয়েছেন জসিম ঢালির ছেলে ইউসুফ হোসেন।

এ বিষয়ে স্থানীয় মোসলেম জানান, রাতে নৌকা নিয়ে নদীতে ইলিশ শিকারে যান জেলে ইউসুফ ও কামাল জমাদার। তারা নদীতে জাল ফেলে নৌকা নোঙর করে ঘুমিয়েছিলেন। রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি কাজল নামের একটি লঞ্চের ধাক্কায় নৌকাসহ ডুবে যান তারা।

তিনি আরও জানান, লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায় বলে দা‌বি করেন আহত ইউসুফ। নিখোঁজ জেলে কামালকে নদীতে খোঁজ করছেন তার আত্মীয় স্বজনসহ স্থানীয়রা।

এ ব্যাপারে ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, নিখোঁজ কামালকে উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে এবং আমার নৌ-পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।