বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
প্রবীণ হিতৌষী সংঘের পক্ষ থেকে আব্দুল মমিন টুলুকে সংবর্ধনা
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ভোলায় প্রবীণ হিতৌষী সংঘের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলুকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ শ্লোগানে ভোলায় ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সকালে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলার প্রবীণ সাংবাদিক এম এ তাহের এর সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী কাজী গোলাম কবির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা সবাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, সিআইপি নিজাম উদ্দিন, সাবেক অধ্যক্ষ ও প্রবীণ হিতৌষী সংঘের সম্পাদক প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর প্রমূখ। প্রবীণ ব্যক্তিরা তাদের অবসর সময় যেন (পত্রিকা-সাহিত্য) সহ বিভিন্ন পুস্তক পড়ে একটু ভাল ভাবে কাটাতে পারেন সে জন্য জেলা পরিষদে একটি কক্ষ বরাদ্দ করেন আব্দুল মমিন টুলু। এছাড়াও সমাজে বিভিন্ন প্রবীণ ব্যক্তিদের বিভিন্ন সময়ে সাহায্য-সহযোগিতা করার কারণে তাকে প্রবীণ হিতৌষী সংঘের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।