বোরহানউদ্দিনে প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রেকসানা বালা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন আরব আলী আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেকসানা বালা রায়। তিনি উপজেলার বড়মানিকা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের আরবআলী আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে তাকে নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি।
জানা গেছে, উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রেকসানা বালা রায় ১৯৯০ সালে উপজেলার মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকতা পেশা শুরু করেন। এরপর ১৯৯৫ সালে বোরহানউদ্দিন উপজেলার পশ্চিম ফুল কাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। এছাড়া ৬ টি প্রাথমিক বিদ্যালয়ে অতিক্রম করে সর্বশেষ ২০১৮ সালে আরবআলী আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা রেকসানা বালা রায়।
জানতে চাইলে প্রধান শিক্ষিকা রেকসানা বালা রায় বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত করায় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার সব ছাত্র-শিক্ষকসহ মির্জাপুরবাসীর জন্য উৎসর্গ করলাম।
রেকসানা বালা রায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের, ফুল কাচিয়া ৪ নং ওয়ার্ডের উমেশ মাষ্টার বাড়ির কৃতি সন্তান। যার পিতা সুরেশ চন্দ্র রায়। এছাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যাক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের তালিকা প্রকাশ করে বোরহানউদ্দিন উপজেলা শিক্ষা অফিসার।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুত্রে যানা যায়, বোরহানউদ্দিন উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক হাকিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বোরহানউদ্দিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রেকসানা বালা রায়, প্রধান শিক্ষক, আরবআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোরহানউদ্দিন। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ভবানন্দ দে, সহকারী শিক্ষক দক্ষিণ কুতুবা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় বোরহানউদ্দিন। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মিরা সুলতানা, সহকারী শিক্ষক বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বোরহানউদ্দিন। শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী, মোঃ রফিকুল ইসলাম মেয়র বোরহানউদ্দিন পৌরসভা। শ্রেষ্ঠ এসএমসি, খাগকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বোরহানউদ্দিন, শ্রেষ্ঠ কাব শিক্ষক, ছালমা বেগম, সহকারী শিক্ষক লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বোরহানউদ্দিন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।