চরফ্যাশনে উপজেলার পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
ভোলার চরফ্যাশন উপজেলার পরিষদের আয়োজনে মাসিক সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল নোমান, সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন, পৌরসভার মেয়র মোঃ মোরশেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাদেক মিয়া, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন, শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন, দুলার হাট থানার অফিসার ইনচার্জ আনোয়ারূল হক সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। এরপর উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা, শারদীয় দুর্গাপূজা উদযাপন সভা ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।