সর্বশেষঃ

বোরহানউদ্দিনের ক্ষুদে বিজ্ঞানী লাবিবের উদ্ভাবনী ডিভাইস দেখে মুগ্ধ কর্মকর্তারা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ক্ষুদে বিজ্ঞানী মাহির আশহাব লাবিবের নৌ-দুর্ঘটনা প্রতিরোধী ডিভাইস দেখে মুগ্ধ হয়েছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। মাহির আশহাব লাবিবের বাবা মোস্তফা কামাল জানান, তার ছেলে বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জব্বার কলেজের ছাত্র লাবিবের পাইলট প্রকল্প হিসাবে গ্রহন করেন বিআইডব্লিউটিএ।
লাবিবের উদ্ভাবন ‘Digitalized BIWTA -A Life Protective Device for Passenger Vessel’ প্রকল্পটি নিয়ে পত্র-পত্রিকায় প্রচারিত সংবাদ ‘বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কতৃপক্ষ’ এর উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের লিখিত আমন্ত্রণের প্রেক্ষিতে বুধবার সকাল ১১টায় ঢাকা সদর দপ্তরে বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের সভাপতিত্বে তাদের টেকনিক্যাল কমিটি এর কর্মকর্তাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকল্পটি উপস্থাপন করেন লাবিব। বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান ও উপস্থিত কর্মকর্তাবৃন্দ লাবিবের উদ্ভাবনটি দেখে মুগ্ধ হন ও প্রশংসা করেন। তার এই আইডিয়া অনুসারে একটি পাইলট প্রজেক্ট দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার জন্য একটি কমিটিও গঠন করেন। এ সময় বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান লাবিবের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।