সর্বশেষঃ

অবশেষে জ্বলল পৌরসভার সড়কবাতি

তিন দিন পর অবশেষে বুধবার রাত থেকে ভোলা পৌরসভার সড়কে জ্বলেছে আলো। ফলে অন্ধকার থেকে ফের আলোকিত হলো ভোলা পৌরসভার রাস্তা। ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ প্রতিবেদককে জানান, ভোলা পৌরসভার কাছে বিদ্যুৎ বিভাগ যে টাকা পাওনা আছে সেই টাকা পরিশোধের বিষয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বুধবার রাতে বিদ্যুৎ কর্তৃপক্ষ ভোলা পৌরসভার সব সড়কে বিদ্যুৎ সরবরাহ করেছে। ফলে বুধবার রাত থেকে ভোলা পৌরসভার সড়কে ফের আলো জ্বলেছে।
খবরের সত্যতা নিশ্চিত করে বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ প্রতিষ্ঠান ওজোপাডিকো ভোলার নির্বাহী প্রকৌশলী মেঃ খালিদুল ইসলাম জানান, ভোলা পৌরসভার কাছে বিদ্যুৎ বিলের পাওনা টাকা পরিশোধের বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবং বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দেওয়ার পর বুধবার রাত থেকে ভোলা পৌরসভার সব সড়কে বিদুুৎ সরবরাহ করা হয়েছে। এদিকে শহরের রাস্তায় বিদ্যুৎ পেয়ে মানুশের মাঝে আনন্দ আর উৎফুল্ল ভাব দেখা গেছে। এ সময় অনেককেই বলতে দেখা গেছে, গত কয়েকদিন আমরা একটা ভুতুরে অবস্থার মধ্যে ছিলাম। সড়কে আলো জ্বলায় আমরা ভুতুরে পরিবেশ থেকে মুক্ত হলাম। উল্লেখ্য, বকেয়া বিদ্যুৎ বিলের কারণে গত রোববার রাতে ভোলা পৌরসভার সড়ক বাতি সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ সরবরাহ বিভাগ। এতে অন্ধকার হয়ে পড়ে ভোলা পৌরসভার সড়ক।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।