ভোলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক বেপারী আর নেই
ভোলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক বেপারী আর নেই। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকয় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ভেদুরিয়া ইউনিয়নে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এমনটাই জানা গেছে মরহুমের পারিবারিক সুত্রে। তার মৃত্যুতে জেলা বিএনপি ও তার সহযোগী সকল অঙ্গ-সংগঠনের নেত-কর্মী গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।