ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ২৭ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

ভোলায় ২৭ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে ভোলা সদর উপজেলার তিন খাম্বা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর অধিনস্থ বিসিজি বেইস ভোলা। অভিযানে একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান তল্লাশি করে ২৭ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল এর বাজার মূল্য প্রায় ৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানসহ সকল তথ্যের সত্যতা নিশ্চিত করে ভোলা কোস্টগর্ডের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল লেঃ বিএন জানান, অভিযানে জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভোলা কোস্ট গার্ডের পক্ষ থেকে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।