ভোলায় অনুপস্থিত ২শ’ ১৪ জন শিক্ষার্থী

প্রথম দিনের পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ৯শ’ ৯২ জন পরীক্ষার্থী

(ফাইল ছবি)

এসএসসির প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠভাবে পরীক্ষা অনুষ্ঠিত হলেও অনুপস্থিত ছিলেন বরিশাল বোর্ডের ৯শ’ ৯২ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালে সারাদেশসহ বরিশাল শিক্ষাবোর্ডের ১শ’ ৮৭টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এ বছর বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ হাজার ৮৮ জন।
বরিশাল শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ভোলা জেলার ২৪ পরীক্ষা কেন্দ্রে ১৪ হাজার ৫শ’ ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ হাজার ৩শ’ ৪ জন। এই জেলায় অনুপস্থিত ২শ’ ১৪ জন শিক্ষার্থী। বরগুনা জেলার ২৩ পরীক্ষা কেন্দ্রে ৯ হাজার ৪শ’ ৯৬ জন পর্রীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৩শ’ ৮০ জন পরীক্ষায় অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ১শ’ ১৬ শিক্ষার্থী। পটুয়াখালী জেলায় ৩৪ পরীক্ষা কেন্দ্রে ১৫ হাজার ৩শ’ ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ২শ’ ২২ জন পরীক্ষায় অংশ গ্রহহণ করেছে। অনুপস্থিত ছিল ১শ’ ৭৩ জন শিক্ষার্থী।
পিরোজপুর জেলায় ২৩ পরীক্ষা কেন্দ্রে ১০ হজার ৬শ’ ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হজার ৫শ’ ২৭ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ১শ’ ১৩ জন পরীক্ষার্থী। ঝালকাঠী জেলায় ১৭ পরীক্ষা কেন্দ্রে ৭ হাজার ৮শ’ ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৭শ’ ৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল ৭১ জন পরীক্ষার্থী। বরিশাল জেলায় ৬৬ পরীক্ষা কেন্দ্রে ২৯ হাজার ২শ’ ৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৮শ’ ৯৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এ জেলা অনুপস্থিত ৩শ’ ৫ জন পরীক্ষার্থী।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, বিভাগের ১শ’ ৮৭টি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ জেলায় বাংলা-১ম পত্রের পরীক্ষায় কোন শিক্ষার্থী এবং কক্ষ পরিদর্শক বহিস্কৃত হয়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।