সর্বশেষঃ

বোরহানউদ্দিনে মাছের পোনা অবমুক্তকরণ

“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মৎস্য অফিস ও বোরহানউদ্দিন থানার কর্তৃক ২টি স্থানে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২২-২৩ অর্থবছরের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ কার্যক্রম উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক সহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ।


এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর সফল বাস্তবায়নে বোরহানউদ্দিন থানা পুলিশ কর্তৃক মৎস্য পোনা অবমুক্তকরণ উদ্বোগ গ্রহণ করেন। এ উপলক্ষে একই দিনে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন মিয়া সহ বোরহানউদ্দিন থানা পুলিশ, থানার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।