তজুমদ্দিনের ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার

ভোলার তজুমদ্দিনে ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং পৌনে ৩ কোটি টাকা অর্থদন্ডসহ ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারা করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) তজুমদ্দিন থানার একটি টিম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।
জানা গেছে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তজুমদ্দিন থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই শামীম সরদার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৩ মামলায় ৩ বছর সাজাপ্রাপ্ত ও পৌনে ৩ কোটি টাকা অর্থদন্ড সহ ৮ মামলার ওয়ারেন্টভ্ক্তু আসামি মোঃ দুলাল ওরফে সাইদ কে গ্রেফতারা করা হয়। তিনি তজমুদ্দিনের চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দুলাল ওরফে সাঈদ একজন পেশাদার প্রতারক। সে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়ে এলাকা ছেড়ে আত্মগোপন করে থাকত। পরবর্তীতে পুলিশি অনুসন্ধানে তজুমদ্দিন থানার একটি চৌকস টিম তার অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে বুধবার (১৪ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।