ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
ভোলা জেলা যুবদল নেতা ফারুকের পিতার জন্য দোয়া কামনা
ভোলা সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ ওমর ফারুকের পিতা বিশিষ্ট ব্যবসায়ী উকিল পাড়ার সালমা টেডার্স (হোন্ডা শোরুমের) প্রোপাইটার শরীফ হোসেন গুরুতর অসুস্থ হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার পিতার সুস্থতার জন্য বাদ জুমা ভোকেশনাল চাউলতা তলা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোঃ ফারুক বলেন, আমার আব্বা, লিভারে টিউমার, ক্যান্সার ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ইন্ডিয়ার চেন্নায় চিকিৎসা করে দেশে ফিরে আসেন। দেশে আসার একমাস পর আবার অসুস্থ হয়ে পরেন। আব্বাকে ঢাকা নিয়ে আসলাম চিকিৎসার জন্য, ডাক্তার বলেছে তার অবস্থা ভালো না আব্বাকে হাসপাতালে সিফট করার জন্য। আব্বাকে ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে ভোলা আসলে আবার অসুস্থ হয়ে পড়লে ভোলা সদর হাসপাতালে ভর্তি করিয়েছি। উন্নত চিকিৎসার জন্য আব্বাকে আবারও ঢাকা নেওয়া হবে। আমার আব্বার এই অবস্থায় সবসময় খোজ খবর নিচ্ছেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহি কমিটির অন্যতম সদস্য হায়দার আলী লেলীন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ভোলা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজি মোক্তার হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফয়সাল চৌধুরী, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, আমার পিতার দ্রুত সুস্থতার জন্য সকলে কাছে আমি দোয়া চাই।