সর্বশেষঃ

ভোলায় ১ কোটি ৭ লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার ॥ অতপর পুড়িয়ে ভষ্ম

ভোলায় ৩ লাখ ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশার লাহারি বাড়ী, খলিফা বাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে এ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যা পরবর্তীতে পুড়িয়ে ভষ্ম করা হয়। উদ্ধারকৃত কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা।
জানা গেছে, ভোলায় নিয়মিত মৎস অভিযানের অংশ হিসেবে অভিযানে নামে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে তারা সদর উপজেলা পূর্ব ইলিশায় সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক অভিযান চালায়। এসময় লাহারি বাড়ী ও খলিফা বাড়ী সংলগ্ন এলাকা থেকে ৩ লাখ ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। তাদের উপস্থিতি টের পেয়ে লোকজন সটকে পরে। যার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এ অবৈধ কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭লাখ ১০ হাজার টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত এ অবৈধ জাল তাৎক্ষনিকভাবে জেলা প্রশাসন এবং মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে আগুন গিয়ে পুড়িয়ে ভষ্ম করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ জামাল হোসাইন প্রমূখ। কোষ্টগার্ড দক্ষিণ জোনের পেটি অফিসার মোঃ মোস্তফাসহ তার একটি টিম জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের এ অভিযানে সহায়তা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।