সর্বশেষঃ

আলতাজের রহমান কলেজে শিক্ষকদের ৪ দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ শুরু

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে ভোলার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলতাজের রহমান ডিগ্রি কলেজে শিক্ষকদের মাল্টিমিডিয়া ক্লাস, সৃজনশীল পদ্ধতি ও সিমুলেশন ক্লাস সম্পর্কিত ৪ দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রফেসর ডাঃ খাদিজা বেগম।

এসময় তিনি বলেন, পরিকল্পিত কার্যক্রমের নামই হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তির জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো। প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি প্রশিক্ষণ গ্রহন শেষে নির্দিষ্ট কোনো বিষয়ে যোগ্যতার উন্নতি ও সমৃদ্ধি ঘটাতে পারে তাই শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই এবং ছাত্র-শিক্ষক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের জন্য শিক্ষকদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

কলেজের অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরীর সভাপতিত্বে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালায় কলেজের বিভিন্ন বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।