বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
লালমোহনে ভোক্তা অধিকারের অভিযান, ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা
ভোলার লালমোহনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এর উদ্যোগে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান কর্তৃক লালমোহন উপজেলার মহাজনপট্টি এলাকায় বিভিন্ন চাউলের আড়তে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযানের খবর পেয়ে তড়িঘরি করে কতিপয় চাউল ব্যবসায়ী চাউলের ক্রয় ভাউচার খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন এবং মূল্য তালিকায় দাম কমিয়ে দেন। এসময় মূল্য তালিকা না থাকা, ক্রয় ভাউচার না থাকা, মূল্যে কারসাজি, প্রভৃতি ভোক্তা অধিকার বিরোধী কাজ করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে মেসার্স তুহিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মেসার্স হান্নার ট্রেডার্সকে ২ হাজার টাকা, মেসার্স নাহার ভান্ডারকে ২ হাজার টাকা, মেসার্স মেহেদী স্টোরকে ২ হাজার টাকা ও মেসার্স শাহ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
চাউল ব্যবসায়ীরা জানান চাউলের বাজার এখন পড়তির দিকে তাই তারা আগের বেশি দামের চাউল কম দামে বিক্রয় করে লোকসান দিচ্ছেন। তারা আরও জানার চাউলের বাজার অস্থির হওয়ার পেছনে মিল মালিকেরা দায়ী, তারাই মূল্য কারসাজি করেন ও ক্রয় ভাউচার দেন না। ব্যবসায়ীরা আরও জানান বাজারে বেচাকেনাও কম।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার এর পক্ষ থেকে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এছাড়াও উপস্থিত ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান।