বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১, আহত একাধিক

ভোলার বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মহিন (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে অন্তত আরো পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। ২১/০৮/২০২২ ইং রবিবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সাচড়া ইউনিয়নের বাতান বাড়ি ৬ নং ওয়ার্ডের আবদুল মজিব মির বাড়ির ইউছুফ মির, মোকছেদুল মির ও হাবিবউল্লাহ মির, মহিন,ইমাম হোসেন, নাজিমুদ্দিন, সায়েম মিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলমান। এর রেশ ধরে বিরোধপূর্ণ জমিতে হাবিবউল্লাহের পক্ষের লোকজন ঘর নির্মাণ করতে শুরু করে। এতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিন কে বরিশাল হসপিটালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মহিনকে রাত ২ঃ৩০ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন।
নিহত মহিন (২৭) পিতা হাবিবউল্লাহ বোরহানউদ্দিন কলেজ সাখা ছাত্র দলের সাবেক সদস্য ও সাচড়া ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, জমি নিয়ে বিরোধীদের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।