নুরে আলম ও আঃ রহিমের রুহের মাগফিরাত কামনায় ভেদুরিয়ায় দোয়া মাহফিল

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১আগস্ট) বিকেলে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
মিলাদ ও দোয়া মাহফিলের ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ ভেদুরিয়ায় ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ কালামুল্লাহ। সঞ্চালনায় ছিলেন ভেদুরিয়া ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা জাকির হোসেন।
উল্লেখ্য, গত (৩১ জুলাই) দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ বিভিন্ন ইসূতে ভোলা জেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে পুলিশের সঙ্গে বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষে ঘটনাস্থলে আঃ রহিম নামে স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য নিহত হয়। ওই দিন ছাত্রদল সভাপতি নূরে আলমও গুরুত্বও আহত হয়। তিনি ৩দিন পর ঢাকার একটি হাসপাতালে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহত হন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।