সর্বশেষঃ

ট্রলার ডুবির ঘটনায় লালমোহনের নিখোঁজ ৫৬ জেলে জীবিত উদ্ধার

ভোলার লালমোহনে ট্রলার ডুবিতে নিখোঁজ ৫৬ জেলে জীবিত উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (২০ আগস্ট) রাত ৮টায় লালমোহন উপজেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজ নেই, সবাই জীবিত উদ্ধার হয়েছে।
এরআগে শুক্রবার মধ্যরাতে বঙ্গোপসাগরের কক্সবাজার ফিশিং গ্রাউন্ড পয়েন্টে ঝড়ের কবলে পড়ে লালমোহনের ফারুক মাঝি ও বেলার মাঝির ৪টি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের জেলেরা স্থানীয় জেলেদের সহায়তায় সুন্দরবন সংলগ্ন এলাকায় উদ্ধার হয়েছেন।
লালমোহন মেরিন অফিসার তানভীর আহমেদ বলেন, ৫৬ জেলে উদ্ধার হয়েছে, ট্রলার মালিকদের কাছ থেকে এমন তথ্য পেয়েছি। তবে তারা এখনো নিজ বাড়িতে ফিরে আসেনি। তাদের সবার বাড়ি লালমোহন উপজেলার বিভিন্ন গ্রামে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।