সর্বশেষঃ

ভোলার রাজাপুরে মিলন মেম্বারের বিরুদ্ধে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন ৭নং ওয়ার্ডে তাজু নামের এক প্রতিবন্ধীর ৩ একর ৭৬ শতাংশ জমি দখল করার অভিযোগ উঠেছে রাজাপুর ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মিলনের বিরুদ্ধে।
সরজমিনে গিয়ে জানাজায় রাজাপুরের প্রভাবশালী ব্যক্তি মিলন মেম্বার দীর্ঘ বছর যাবৎ ইয়াছিন খুনির ছেলে প্রতিবন্ধী তাজুসহ তার ওয়ারিশদের জমি জোরপূর্বক ভোগ দখল করে আসছে। তাজুরা জমিদখল করতে গেলে তাদের মারধর এমন কি মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়ে আসছে মিলন মেম্বারগংরা।
প্রতিবন্ধী তাজু বলেন, আমাদের জমি কয়েক বছর যাবৎ মিলন মেম্বাররা জোরপূর্বক দখলে আছে আমরা প্রতিবাদ করলেই নানা ভাবে হয়রানি করে। আমাদের জমিটা যে ভাবে আমরা পাই কাগজপত্র দেখে সেই ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে মিলন মেম্বার জানান, আমি জব্বার হাওলাদারের জমি খাই। আমি জোর করে খাইনা, জব্বার হাওলাদার বললে আমি ছেড়ে দিবো। ইলিশা ফাঁড়ির উপপরিদর্শক গোলাম আজম বলেন, আমাকে এসপি স্যার ফোন দিয়েছে সেই হিসেবে আমি মিলন মেম্বার কে ডেকেছি এবং ফয়সালা না হওয়া পর্যন্ত জমির কাজ বন্ধ রাখতে বলেছি এবং বর্তমানে জমির কাজ বন্ধ আছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।