১২ বছরের আইনি লড়াই শেষে রিকশাচালক জাহাঙ্গীর পেলেন ন্যায়বিচার
সাবেক প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক’র ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত। শুক্রবার আছর নামাজ শেষে শহরের মোল্লাপট্টিস্থ জামে মসজিদে মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা’র সভাপতিত্বে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তোফাজ্জল হোসেন মোল্লা’র জেষ্ঠ্য পুত্র এবং জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা’র বড় ভাই মোহাম্মদ ফারুক বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হয়ে সর্বশেষে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে চাকুরী জীবন শেষ করেন।