চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বোরহানউদ্দিনে জন্মাষ্টমী র্যালি ও আলোচনা সভা
ভোলার বোরহানউদ্দিনে ঐতিহ্যবাহি চাণক্য সেবা সংঘের উদ্যেগে শ্রী কৃষ্ণের জন্মষ্টমী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩ টায় উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সংগঠনের সংগঠনের সভাপতি বাবু মলিন চন্দ্র দাসের সভাপতিত্বে শ্রী কৃষ্ণের জীবনী নিয়ে বিশেষ এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি বাবু রাখাল চন্দ্র মিস্ত্রী, সাবেক সভাপতি বাবু প্রেমাংশু দাস, সম্পাদক পংকজ দাশ, সংগঠনের উপদেষ্টা বাবু কাজল চন্দ্র দে, নিখিল চন্দ্র দে, সমর দাস, সঞ্জয় দাস, বাবু ভবেশ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি নীল রতন, কোষাধক্য রাজিব চন্দ্র দে, সদস্য শিশির চন্দ্র পাল, রঘুনাথ দাস, শচীনাথ দে, বিশ্বজিৎ দে প্রমূখ।