বোরহানউদ্দিনে পুকুর থেকে ৪ সন্তানের জননীর মরদেহ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুর থেকে ৪ সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে শশুর। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে কুলসুম বিবি (৩৬) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। কুলসুম ওই ওয়ার্ডের মো. সেলিম মিয়ার স্ত্রী এবং ৪ সন্তানের জননী। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নিহত কুলসুম বিবি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর ৬ টার দিকে ঘুম থেকে উঠে পুকুরে থালাবাটি ধুতে যায় কুলসুম। তাঁর পরিবার ধারণা করছে, সেসময় কুলসুমের মৃগী রোগ উঠে। পরে সে পুকুরের পানিতে পড়ে যায়। তাঁর শশুর ছেলামত কাজী ভোর সাড়ে ৬ টার দিকে পুকুরে গিয়ে দেখেন তাঁর পুত্রবধূ কুলসুমের মরদেহ পুকুরের পানিতে ভাসছে। তাৎক্ষণিক তাকে পুকুর থেকে তোলা হলে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়। বিনা ময়নাতদন্তে তাঁর মরদেহ দাফন করার জন্য বোরহানউদ্দিন থানা থেকে অনুমতি দেয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।