দেশ এখন সোনার বাংলাতে রুপান্তরিত হচ্ছে : মইনুল হোসেন বিপ্লব

ভোলা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব বলেছেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এ দেশে খুনের রাজনীতি শুরু করেছিল। রবিবার (১৪ আগস্ট) ১২ টার সময় ভোলা সদর উপজেলা পরিষদ হল রুমে জেলা আ’লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে সাহিত্য, সাংস্কৃতিক, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মঈনুল হোসেন বিপ্লব আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালীর অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু না থাকলে আমরা কখনই স্বাধীন হতাম না। তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সোনার বাংলাতে রুপান্তরিত হচ্ছে।
যুগান্তর ও আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ছায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আলম,আঃ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।