ভোলায় মশলার বাজারে অভিযান ॥ প্রায় লাখ টাকা জরিমানা

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ভোলায় নিত্য পণ্য এবং মশলার বাজারের দাম নিয়ন্ত্রণ রাখতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৪ জুলাই) দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইনে ৪৩ ধারায় চার ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


জানা গেছে, পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ভোলায় নিত্য পণ্যের দোকান, মশলার দোকান এবং মশলার মিলসমূহে তদারকি, বাজার নিয়ন্ত্রণ রাখতে ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে শহরের খালপাড় রোডে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ করা ও

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৪টি মশলা ভাঙানোর মিলকে অপরিচ্ছন্ন পরিবেশের কারণে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর কি ৪৩ ধারায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। জরিমানা প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স হাসান ফ্লাওয়ার মিল ৩০ হাজার, মেসার্স মজিবর ফ্লাওয়ার মিল ৪৫ হাজার, মেসার্স মুজিব এন্টার প্রাইজ ১৫ হাজার,

মেসার্স আবির মশলা ৫ হাজার টাকা। এছাড়া অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত জন্য অনুরোধ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।