সর্বশেষঃ

লালমোহনের আওয়ামী রাজনীতিতে বেলায়েত ভূঁইয়ার অবদান ভোলা যাবেনা – এমপি শাওন

লালমোহন উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা সদ্যপ্রয়াত বেলায়েত হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন । তিনি বলেছেন, ধলীগৌরনগর তথা লালমোহন উপজেলার আওয়ামী রাজনীতিতে বেলায়েত ভূঁইয়া ও তাঁর ঐতিহ্যবাহী পরিবারের অবদান কোনোদিন ভোলা যাবেনা । তৃণমূলের রাজনীতিতে তিনি এলাকার এবং দলের মানুষকে যেভাবে সময় দিতেন তা রীতিমত বিস্ময়কর । দেশের মুক্তিযুদ্ধে বেলায়েত হোসেন ভূঁইয়া পরিবারের অবদান স্মরণযোগ্য । তাঁর পিতা মরহুম মোস্তফা ভূইয়ার মতো তিনিও ছিলেন সাধারণ মানুষের জন্য নিবেদিত এক ব্যক্তিত্ব ।

২২ জুন ২০২২ সকাল ১১টায় দক্ষিণ ধলীগৌরনগরের চরমোল্লাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন ভূঁইয়ার শেষ বিদায়ী নামাজে জানাজার আগে টেলিকনফারেন্সে মরহুম বেলায়েত হোসেন ভূঁইয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে ভোলা-৩ আসনের জনবান্ধব সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন ।

সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করে মূল্যবান বক্তব্য রাখেন – লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মিয়া, চরভুতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান টিটব, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের বাংলা প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান, ধলীগৌরনগর উত্তর আওয়ামী লীগ সভাপতি মাকসুদুর রহমান হাওলাদার , লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক বাসেত হোসেন, দক্ষিণ ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর শিকদার ও লর্ডহার্ডিঞ্জ ইউপির মাহমুদুল্লাহ মেম্বার । পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার জন্য দোয়া চেয়ে কথা বলেন- আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন ভূঁইয়ার দুই পুত্র সন্তান জহিরুল ইসলাম ভূঁইয়া ও জাকির হোসেন ভূঁইয়া।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা মাস্টার, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক হাওলাদার, পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউসুফ মিয়া, চরভূতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হোসেন হাওলাদার, মরহুমের বড়োভাই লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ভূঁইয়া, লালমোহন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউসুফ মনজু, লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মোঃ তানজিম হাওলাদার, লালমোহন উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মুর্তজা সজীব পঞ্চায়েত, লালমোহন পৌরসভা শ্রমিক লীগ সভাপতি এনামুল হক রিংকু, দক্ষিণ ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাচ্চু মাতাব্বর, যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন টিপু শান, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের নেতা মোঃ জসিম উদ্দিন, রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মাস্টার, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গণি মিয়া মাস্টার, বীরমুক্তিযোদ্ধার সন্তান জাহিদুল ইসলাম সোহাগ ভূঁইয়া, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান, শান ফাউন্ডেশন এর অনুষ্ঠান সম্পাদক মাহতাব উদ্দিন মিরাজ শান, দক্ষিণ ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আফছার উদ্দিন শামীম, রমাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি শাখাওয়াত রিপনসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।