সর্বশেষঃ

লালমোহনে কোভিড-১৯ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের নিয়ে কর্মশালা

ভোলার লালমোহনে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ইউনিসেফের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে ‘দি হাঙ্গার প্রজেক্ট’। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানূর রহমান।
রেডিও মেঘনার সংবাদকর্মী আসমা আক্তার সুরভীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির লালমোহন উপজেলার সভাপতি মাওলানা মোঃ শাহে আলম, ইসলামিক ফাউন্ডেশন লালমোহন উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো. আল-মামুন, উপজেলা মন্দিরের পুরোহিত প্রদীপ ব্যানার্জী, উপজেলা হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মাকসুদর রহমান প্রমূখ। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য এবং প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন ‘দি হাঙ্গার প্রজেক্টের’ ভোলা জেলা সমন্বয়কারী মো. আশরাফউদ্দিন (মামুন)।
কর্মশালায় বক্তারা বলেন, সমাজের এক ধরনের লোকজন এখনও কুসংস্কারের মধ্যে ডুবে আছে। সরকার, এনজিও সংস্থা এবং বিভিন্ন সংগঠনের নেতারা আহ্বান করার পরেও তারা তাতে কোনো সাড়া দেয়নি, টিকা গ্রহণ করেনি। আমরা যারা সচেতন, তাদের উচিত সকলকে বুঝানো। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ৩টি ডোজ টিকা সম্পন্ন করতে হবে। কারণ ইতোমধ্যে করোনার সংক্রমণ আবারও বেড়েছে। এজন্য সকলকে আরও সচেতন থাকতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।